মজিলা লোকেশন সার্ভিস (MLS) হল এমন একটি মুক্ত পদ্ধতি যা জিপিএস টেকনোলোজি ব্যাবহার করে সেল টাওয়ার ডাটা বা ওয়াই-ফাই এক্সেস পয়েন্ট সংগ্রহ করে। যাতে পরবর্তীতে জিপিএস বিহীন ডিভাইসে খুব সহজেই লোকেশন সার্ভিস ব্যাবহার করা যায়।
আপনার যদি একটি জিপিএস যুক্ত এন্ড্রয়েড ডিভাইস বা ফায়ারফক্স ওএস ডিভাইস থাকে তাহলে আপনি মজিলা লোকেশন সার্ভিসে অবদান রাখতে পারবেন।
আপনার যদি একটি জিপিএস যুক্ত এন্ড্রয়েড ডিভাইস বা ফায়ারফক্স ওএস ডিভাইস থাকে তাহলে আপনি মজিলা লোকেশন সার্ভিসে অবদান রাখতে পারবেন।
যেই এপটি আপনি আপনার এন্ড্রয়েড ফোনে ব্যাবহার করতে যাচ্ছেন টার নাম Mozilla Stumbler. আপনি এই এপটি খুব সহজেইগুগল প্লে স্টোর থেকে অথবা গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন। গিটহাব থেকে ডাউনলোড করলে *.apk ফাইলটি আপনি আপনার ফোনে ইন্সটল করে নিন। আমরা এই টিউটোরিয়ালে Mozilla Stumbler ভার্শন 1.3.0 ব্যাবহার করেছি। এবং এন্ড্রয়েড ফোনে কিটক্যাট (Android 4.4.2) ভার্শন ব্যাবহার করা হয়েছে। আপনার এন্ড্রয়েড ভার্শন ও হ্যান্ডসেট ভেদে সামান্য তারতম্য হতে পারে।
তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনার ফোনের জিপিএস চালু করে নিন।

এরপর আপনার ফোনে ইন্সটল করা Mozilla Stumbler এপটি চালু করুন।

চালু করার পর আপনার নাম ও ইমেইল ঠিকানা পরিবর্তন করার জন্য মেনুতে যেয়ে সেটিংস এ যান।

এরপর নিকনেম এ ক্লিক করে আপনার একটি নাম দিন। এই নামটি ইউনিক হওয়া প্রয়োজন যাতে আপনি আপনার নামটি সহজেইল্যডারবোর্ডে দেখতে পান। এরপর আপনার ইমেইল ঠিকানাটিও দিন।


হয়ে গেল নাম পরিবর্তনের পালা। এবার আপনি কাজ শুরু করতে আগের পেজ এ যান। নিম্নে দেখানো চিত্র অনুযায়ী লোকেশন স্ক্যান করা ‘on’ করে দিন।

এখন শুরু হয়ে গেল আপনার লোকেশন স্ক্যান করা। কয়েক সেকেন্ড পরেই দেখতে পারবেন নিচের চিত্রের মত জিপিএস স্যাটালাইট ভিজিবল হচ্ছে। স্থান ও আবওহাওয়া ভেদে আপনি একাধিক স্যাটালাইট পেতে পারেন।

আপনার ফোনের জিপিএস একবার স্যাটালাইট লক করে নিলে এরপর স্ক্যানিং শুরু হয়ে যাবে। উপরের চিত্রে যে নীল রঙের স্কয়ার বিন্দু দেখতে পাচ্ছেন, এই লোকেশনটাই এই মাত্র স্ক্যান হয়েছে।
চলন্ত পথে সম্ভব হলে আপনার ফোনটি খোলা জায়গায়/ বাসের জানালার পাশে রাখুন। যাতে খুব সহজেই জিপিএস স্যটালাইট পায়।
এতক্ষন তো গেল স্ক্যান করার কথা। এতটুকো কাজ করতে আমাদের কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। কিন্ত এবার আমদের স্ক্যান করা ডাটা পাঠাতে হবে। তাই খুব অল্প ইন্টারনেট লাগবে। নিচে দেখানো চিত্রের মত করে আপলোড বাটনে প্রেস করুন।

একটু অপেক্ষা করুন। আপনার ডাটা আপ্লোড হয়ে যাবে। অনেকক্ষেত্রে আপনি যদি ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকেন তাহলে অটোমেটিক ভাবে ডাটা পাঠানো হয়ে যায়। এছাড়া আপনি যদি আপনার ফোনের ওয়াই-ফাই সংযোগ চালু রাখেন তবে আপনার আশেপাশের ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যান করে সেই রিপোর্টও পাঠাবে।
এখন আপনি আপনার অর্জিত পয়েন্ট দেখতে চাইলে এপের সেটিংস এ যেয়ে “View Leaderboard” এ ক্লিক করুন।

তাহলে আপনি খুব সহজেই আপনার অর্জিত পয়েন্ট ও ল্যাডারবোর্ডে আপনার অবস্থান দেখতে পারবেন।

এভাবেই খুব সহজে আপনি মজিলায় অবদান রাখতে পারবেন। মজিলা লোকেশন সার্ভিসের ওয়েবসাইট এটি ও ল্যাডারবোর্ডে আপনার পজিশন দেখতে পারবেন এখান থেকে।
source:mozilabd blog
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.